
ই-মেল সংক্রান্ত একটি সমস্যা আমাদের অনেককেই মাঝে মধ্যে খুব যন্ত্রণা দেয় । সেটি হল, আমাদের প্রত্যেককেরই একটি করে ব্যক্তিগত ই-মেল আই.ডি. আছে যেটি আমরা বেশীরভাগ সময় ব্যবহার করি । আর রয়েছে আমাদের অফিসের ই-মেল আই.ডি. যা আমাদের বাধ্য হয়ে খুলে রাখতে হয় কখন কি মেল আসে সেটির উপর নজর রাখার জন্য । মেল পড়ার সময় সমস্যা তৈরী হয় না , তৈরী হয় মেল পাঠানোর সময় । আমরা অনেক সময়ই অফিসিয়াল মেল পাঠাতে গিয়ে নিজের ব্যক্তিগত মেল আই.ডি. থেকে সেটা পাঠিয়ে ফেলি । ফলে অনেক ক্ষেত্রেই মেল ঊর্দ্ধতন কর্তৃপক্ষ দেখেন না । আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সব ভুলের জন্য তিরষ্কৃতও হতে হয় ।
আজ আমি এই সমস্যা মেটানোর একটা চেষ্টা করছি ।
কেমন হত, যদি আমরা আমাদের অফিসিয়াল মেল এ্যাকাউন্টে লগ ইন না করেই সেই মেল আই.ডি. থেকে মেল পাঠাতে পারতাম ?
অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন আপনি লগ ইন করে আছেন [email protected] এ , কিনতু আপনি মেল পাঠাবেন [email protected] থেকে ।
হ্যাঁ , এটি সম্ভব । আমি এখন এটি করার পদ্ধতি দেখাবো । প্রথমেই বলি এটি কেবলমাত্র Gmail ব্যবহারকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য । নীচে পদ্ধতিটি বিস্তারিত ভাবে ছবি সহ দেখালাম ।
- প্রথমে আপনার Gmail এ্যাকাউন্টে লগ ইন করুন ।
- ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন ।
- Settings এ ক্লিক করুন ।
- Accounts & Import এ ক্লিক করুন ।
- Add another email address you own এ ক্লিক করুন ।
- পরবর্তী স্ক্রীন এ Name এ যে এ্যাকাউন্ট থেকে পাঠাবেন তার নাম এবং Email এ তার মেল আই.ডি. দিন ।
- Next Step এ ক্লিক করুন ।
- Send Verification এ ক্লিক করুন ।
- অন্য ট্যাবে বা অন্য ব্রাউজারে ৬নং স্টেপ এ যে মেল আই.ডি. দিয়েছিলেন তাতে লগ ইন করুন । দেখবেন Gmail Confirmation থেকে একটি মেল এসেছে । সেটি খুলুন । ওখান থেকে Confirmation code টি কপি করুন । এই আই.ডি. টি লগ আউট করে বন্ধ করে দিন ।
- প্রথম যেখানে কাজ করছিলেন সেখানে ফিরে গিয়ে ঐ কপি করা কোড টি পেষ্ট করুন ।
- Verify এ ক্লিক করুন ।
- দেখতে পাবেন দ্বিতীয় আই.ডি. টি যোগ হয়ে গেছে ।
- এইভাবে আপনি কোন একটি মেল আই ডি র তথ্য পরিবর্তন করতে পারবেন ।
- এখন আপনি COMPOSE এ ক্লিক করলে From এ আপনার যোগ করা সবগুলি আই.ডি. দেখতে পাবেন।
- আমি এখানে একজনকে দুটি আই.ডি. থেকেই মেল করলাম ।
- তিনি মেল গুলি যেভাবে পেলেন ।
ভালো লাগলে বা কাজে লাগলে আমাকে জানাবেন এই পোষ্টের কমেন্টে ।।
Subhrapratim De
Subhrapratim De is a Data Entry Operator (DEO/VLE) under MGNREGA Scheme. He is working at the ground level (Gram Panchayat) since 2008 in West Bengal. He has strong background knowledge of computer system, network and operating system. He has knowledge of programming and databases too. Lastly he is a part time blogger.
Subho really you are very genius. Bhagban tomar mangal karuk.
I am not genius. Actually the problems are genius. Who faced the problem are more genius. I have only tried to find a solution. Thanks..