
আমরা যারা mSBM Application এর মাধ্যমে টয়লেটের ছবি তোলার কাজ করছি, তাদের একটি সমস্যা প্রচন্ডভাবে দেখা দিতে পারে, সটি হল সারাক্ষণ Data Connection অন রাখা।
এটিতে টাকা এবং মোবাইলের ব্যাটারী দুই ই খরচ হচ্ছে। সত্যি বলতে কি মোবাইলে ডেটা প্যাক রিচার্জ করাটা বিষয় না, সমস্যা হল গ্রাম্য এলাকার বেশীরভাগ জায়গাতেই ঠিকঠাক 2G সিগন্যালই পৌছায় না, তাই ডেটা রিচার্জ মোটেও যুক্তিযুক্ত না।
তাই আমি আজ যে পদ্ধতি দেখাচ্ছি যাতে করে কোন রকম ডেটা প্যাক রিচার্জ না করে, শুধুমাত্র অফিসের/বাড়ির Wifi ব্যবহার করেই সব ছবি ঠিকঠাক ভাবে SBM এর পোর্টালে আপলোড করা যাবে। শুধুমাত্র নিচের ধাপগুলি অনুসরন করুন –
- প্রথমে mSBM App এ ছবি তুলুন।
- নীচের Screen দেখতে পাবেন।
-
পরবর্তী ছবি তুলুন এবং পুনরায় Register HHS Toilet Photo তে টাচ করুন।
-
মনে রাখবেন Upload/Sync Data তে টাচ করবেন না।
-
আপনার Export করা ফাইলটি Phone Memory র মধ্যে mSBM ফোল্ডারের মধ্যে থাকবে। এটি একটি Compressed Format এ থাকবে (.gz).
- ফোনের ফাইল ম্যানেজার দিয়ে এই ফাইলটিকে অন্য ফোল্ডারে কপি করুন। কারন mSBM ফোল্ডারটি কমপিউটার থেকে দেখা যাচ্ছে না।
- ফোন কম্পিউটারে USB Cable দিয়ে কানেক্ট করে ঐ .gz ফাইলটি কম্পিউটারে কপি করুন।
- এই ফাইলটি খুলতে 7zip বা WinRar লাগবে। ফাইলটি এই দুটির যেকোন একটি দিয়ে Extract করুন। আপনি .mdws Extension এর একটি ফাইল পাবেন। এই ফাইলটি আপলোড করা যাবে।
- কম্পিউটার এ http://msbm.gov.in/Private/Login.aspx খুলুন।
- “Login to Upload Photographs” বাটনে ক্লিক করুন।
- mSBM App এর User Name এবং Password দিয়ে লগ ইন করুন।
- Choose File এ ক্লিক করে আপনার কাছে Extract করে রাখা .mdws ফাইল টা সিলেক্ট করুন।
- Upload এ ক্লিক করে দিন।
-
মেসেজে দেখতে পাবেন কটি ছবি আপলোড হয়েছে।
এখানে যে পদ্ধতি দেখানো হল, সেটি কোন Bypass Method নয়। এটা অফিসিয়াল পদ্ধতি।
[wpsm_ads2]
[আমি ধন্যবাদ জানাই সেই ব্যক্তিকে যিনি আমাকে বলেছিলেন, “স্পটে দাঁড়িয়ে আপলোড না করলে mSBM এর ছবি কোনভাবেই পোর্টালে আপলোড করা যাবে না।” তাঁর ঐ কথাই আমাকে অনুপ্রেরণা যোগালো এই সমস্যার সমাধান করতে। ধন্যবাদ]
এই সমস্ত জিনিসপত্র লিখতে অনেক সময় লাগে, যদি আপনার ভালো লাগে তাহলে এই পোষ্ট টাকে অনেক পরিমাণে Like, Share, Comment করুন। এগুলিই আমাকে চলার অনুপ্রেরনা যোগাবে।
Leave a Reply Cancel reply