
IAY Scheme Entry র মজা :
সাধারণত Search Box দেওয়া হয় যাতে কোনকিছু সহজে খুঁজে পাওয়া যায় । MGNREGA সাইটে IAY Scheme Entry করতে গেলে এমনটা হচ্ছে না । ওখানে যদি Family Id তে কিছু না দেওয়া হয় তাহলে ঐ বুথের সব Job Card Number দেখাচ্ছে । কিনতু Family ID তে কোন নং দিলে জেলার ঐ নম্বরের সব জবকার্ড দেখাচ্ছে । NIC র প্রোগ্রামারদের মাথা এত উন্নত বলেই ওনারা ওখানে থাকেন । একটাই অনুরোধ , “দাদা, এই সব ভুলভাল জিনিস যোগ করে আপনি আপনার বসের কাছে হিরো হবার জন্য আমাদের মতো মানুষদের ভাত মারার চেষ্টাটা কমান…. এই সাইটকে আর বেশী User Friendly করতে হবে না । যা আছে থাক ।”
Subhrapratim De
Subhrapratim De is a Data Entry Operator (DEO/VLE) under MGNREGA Scheme. He is working at the ground level (Gram Panchayat) since 2008 in West Bengal. He has strong background knowledge of computer system, network and operating system. He has knowledge of programming and databases too. Lastly he is a part time blogger.