
MGNREGA পোর্টালের Delay Payment ক্লেয়ার করা একটা বিরক্তিকর কাজ। এবার এমন একটা পদ্ধতি দেখালাম যা ঐ পুরো কাজটা নিজেই করে দেবে। শুধু নীচের Step গুলি পরপর করে যান। ভাল লাগলে জানাবেন ।
১। Google Chrome এর একটি Tab – এ MGNREGA – এর GP Login খুলুন ।
২। আরেকটি Tab খুলুন ।
তাতে http://nregade3.nic.in/netnrega/payorder_delayPayment_msr.aspx লিঙ্কটি খুলুন এবং পঞ্চায়েত ও বছর সিলেক্ট করুন ।
৩। দ্বিতীয় Tab – এ থাকাকালীন Shift + Ctrl + J চাপুন ।
৪। Console ট্যাবে Click করুন ।
৫। নীচের কোডটি Console – এ Paste করুন।
var inputs=document.getElementsByTagName("input"); for (i=0; i<inputs.length-1; i++) { if (inputs[i].getAttribute("type")=="radio" & inputs[i].value=="N") { inputs[i].checked=true; setTimeout('__doPostBack(\'ctl00$ContentPlaceHolder1$grvPay$ctl' + i+102 + '$rbnApp$1\',\'\')', 0); } if (inputs[i].getAttribute("type")=="checkbox") { inputs[i].checked=true; } } //REPEAT SECTION START setTimeout(function () { var inputs2=document.getElementsByTagName("select"); for (var j=0; j<=(inputs2.length/2)-2; j++) { var ds=j+2; ds = (ds < 10) ? "0" + ds : ds; document.getElementsByName ( "ctl00$ContentPlaceHolder1$grvPay$ctl" + ds + "$drpReason" )[0].value=1; document.getElementById("ctl00_ContentPlaceHolder1_btnSubmit").click(); } }, 20000); //REPEAT SECTION END
৬। ২০ সেকেন্ড অপেক্ষা করুন ।
৭। পেজটি সাবমিট হয়ে যাবে ।
৮। যদি Data Saved Successfully!! দেখায়, তাহলে ঐ পেজটি ক্লেয়ার হয়ে গেছে। পরের পেজের Console-এ আবার পুরো Code টি Paste করুন। এইভাবে সব পেজে করে যান ।
৯। যদি Select Reason মেসেজ দেয় তাহলে Console – এ //Repeat Section Start থেকে //Repeat Section End পর্যন্ত্য Code – টি পুনরায় Copy-Paste করে দিয়ে ২০ সেকেন্ড অপেক্ষা করুন । এইবার Data Saved Successfully!! মেসেজ দেখতে পাবেন । Ok করলে পরের পেজ আসবে । ঐ পেজের Console-এ আবার পুরো Code টি Paste করুন। এইভাবে সব পেজে করে যান ।
সকালে বা রাত্রে যখন Server খুব ফাস্ট থাকে তখন করলে ৯ নং স্টেপে যেতে হবে না।
সমস্যা হলে এই পেজের নীচের Live Chat অপশন ব্যবহার করুন ।
Thanks again for the Automatic Delay Clearance link bro.