MGNREGA পোর্টালের Delay Payment ক্লেয়ার করা একটা বিরক্তিকর কাজ। এবার এমন একটা পদ্ধতি দেখালাম যা ঐ পুরো কাজটা নিজেই করে দেবে। শুধু নীচের Step গুলি পরপর করে যান। ভাল লাগলে জানাবেন ।
১। Google Chrome এর একটি Tab – এ MGNREGA – এর GP Login খুলুন ।
২। আরেকটি Tab খুলুন ।
তাতে http://nregade3.nic.in/netnrega/payorder_delayPayment_msr.aspx লিঙ্কটি খুলুন এবং পঞ্চায়েত ও বছর সিলেক্ট করুন ।
৩। দ্বিতীয় Tab – এ থাকাকালীন Shift + Ctrl + J চাপুন ।
৪। Console ট্যাবে Click করুন ।
৫। নীচের কোডটি Console – এ Paste করুন।
var inputs=document.getElementsByTagName("input"); for (i=0; i<inputs.length-1; i++) { if (inputs[i].getAttribute("type")=="radio" & inputs[i].value=="N") { inputs[i].checked=true; setTimeout('__doPostBack(\'ctl00$ContentPlaceHolder1$grvPay$ctl' + i+102 + '$rbnApp$1\',\'\')', 0); } if (inputs[i].getAttribute("type")=="checkbox") { inputs[i].checked=true; } } //REPEAT SECTION START setTimeout(function () { var inputs2=document.getElementsByTagName("select"); for (var j=0; j<=(inputs2.length/2)-2; j++) { var ds=j+2; ds = (ds < 10) ? "0" + ds : ds; document.getElementsByName ( "ctl00$ContentPlaceHolder1$grvPay$ctl" + ds + "$drpReason" )[0].value=1; document.getElementById("ctl00_ContentPlaceHolder1_btnSubmit").click(); } }, 20000); //REPEAT SECTION END
৬। ২০ সেকেন্ড অপেক্ষা করুন ।
৭। পেজটি সাবমিট হয়ে যাবে ।
৮। যদি Data Saved Successfully!! দেখায়, তাহলে ঐ পেজটি ক্লেয়ার হয়ে গেছে। পরের পেজের Console-এ আবার পুরো Code টি Paste করুন। এইভাবে সব পেজে করে যান ।
৯। যদি Select Reason মেসেজ দেয় তাহলে Console – এ //Repeat Section Start থেকে //Repeat Section End পর্যন্ত্য Code – টি পুনরায় Copy-Paste করে দিয়ে ২০ সেকেন্ড অপেক্ষা করুন । এইবার Data Saved Successfully!! মেসেজ দেখতে পাবেন । Ok করলে পরের পেজ আসবে । ঐ পেজের Console-এ আবার পুরো Code টি Paste করুন। এইভাবে সব পেজে করে যান ।
সকালে বা রাত্রে যখন Server খুব ফাস্ট থাকে তখন করলে ৯ নং স্টেপে যেতে হবে না।
সমস্যা হলে এই পেজের নীচের Live Chat অপশন ব্যবহার করুন ।
Tags: 164.100.129.3Computer OperatorData Entry at Gram PanchayatsData Entry OperatorDELAY PAYMENTDELAY PAYMENT IN MGNREGADEOGovernmentMGNREGAmgnrega.nic.inVLE
Subhrapratim De
Subhrapratim De is a Data Entry Operator (DEO/VLE) under MGNREGA Scheme. He is working at the ground level (Gram Panchayat) since 2008 in West Bengal. He has strong background knowledge of computer system, network and operating system. He has knowledge of programming and databases too. Lastly he is a part time blogger.
Thanks again for the Automatic Delay Clearance link bro.