Site icon DEO West Bengal

Send Email from a Different Account

ই-মেল সংক্রান্ত একটি সমস্যা আমাদের অনেককেই মাঝে মধ্যে খুব যন্ত্রণা দেয় । সেটি হল, আমাদের প্রত্যেককেরই একটি করে ব্যক্তিগত ই-মেল আই.ডি. আছে যেটি আমরা বেশীরভাগ সময় ব্যবহার করি । আর রয়েছে আমাদের অফিসের ই-মেল আই.ডি. যা আমাদের বাধ্য হয়ে খুলে রাখতে হয় কখন কি মেল আসে সেটির উপর নজর রাখার জন্য । মেল পড়ার সময় সমস্যা তৈরী হয় না , তৈরী হয় মেল পাঠানোর সময় । আমরা অনেক সময়ই অফিসিয়াল মেল পাঠাতে গিয়ে নিজের ব্যক্তিগত মেল আই.ডি. থেকে সেটা পাঠিয়ে ফেলি । ফলে অনেক ক্ষেত্রেই মেল ঊর্দ্ধতন কর্তৃপক্ষ দেখেন না । আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সব ভুলের জন্য তিরষ্কৃতও হতে হয় । 

আজ আমি এই সমস্যা মেটানোর একটা চেষ্টা করছি । 

কেমন হত, যদি আমরা আমাদের অফিসিয়াল মেল এ্যাকাউন্টে লগ ইন না করেই সেই মেল আই.ডি. থেকে মেল পাঠাতে পারতাম ? 

অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন আপনি লগ ইন করে আছেন yourname@gmail.com এ , কিনতু আপনি মেল পাঠাবেন panchayatname@gmail.com থেকে ।

হ্যাঁ , এটি সম্ভব । আমি এখন এটি করার পদ্ধতি দেখাবো । প্রথমেই বলি এটি কেবলমাত্র Gmail ব্যবহারকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য । নীচে পদ্ধতিটি বিস্তারিত ভাবে ছবি সহ দেখালাম ।

 


  1. প্রথমে আপনার Gmail এ্যাকাউন্টে লগ ইন করুন ।
  2. ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন ।
    EMAIL_SENDING_01
    Click the Gear icon
  3. Settings এ ক্লিক করুন ।
    Click Settings
    Click Settings
  4. Accounts & Import এ ক্লিক করুন ।
    Click Accounts and Import
    Click Accounts and Import
  5. Add another email address you own এ ক্লিক করুন ।
    Click Add another email address you own
    Click Add another email address you own
  6. পরবর্তী স্ক্রীন এ Name এ যে এ্যাকাউন্ট থেকে পাঠাবেন তার নাম এবং Email এ তার মেল আই.ডি. দিন ।
    Add Name and Email
    Add Name and Email
  7. Next Step এ ক্লিক করুন ।
  8. Send Verification এ ক্লিক করুন ।
    Click on Send Verification
    Click on Send Verification
  9. অন্য ট্যাবে বা অন্য ব্রাউজারে ৬নং স্টেপ এ যে মেল আই.ডি. দিয়েছিলেন তাতে লগ ইন করুন । দেখবেন Gmail Confirmation থেকে একটি মেল এসেছে । সেটি খুলুন ।  ওখান থেকে Confirmation code টি কপি করুন । এই আই.ডি. টি লগ আউট করে বন্ধ করে দিন ।
    Copy verification code
    Copy verification code
  10. প্রথম যেখানে কাজ করছিলেন সেখানে ফিরে গিয়ে ঐ কপি করা কোড টি পেষ্ট করুন ।
    Paste Verification Code
    Paste Verification Code
  11. Verify এ ক্লিক করুন ।
    Click Verify Button
    Click Verify Button
  12. দেখতে পাবেন দ্বিতীয় আই.ডি. টি যোগ হয়ে গেছে ।
    Other ID added
    Other ID added
  13. এইভাবে আপনি কোন একটি মেল আই ডি র তথ্য পরিবর্তন করতে পারবেন ।
    Changing details of an Aliases
    Changing details of an Aliases
    Changing details of an Aliases 2
    Changing details of an Aliases 2
    Changing details of an Aliases 3
    Changing details of an Aliases 3
    Changing details of an Aliases 4
    Changing details of an Aliases 4
    Changing details of an Aliases 5
    Changing details of an Aliases 5
    Changing details of an Aliases 6
    Changing details of an Aliases 6
    Changing details of an Aliases 7
    Changing details of an Aliases 7
  14. এখন আপনি COMPOSE এ ক্লিক করলে From এ আপনার যোগ করা সবগুলি আই.ডি. দেখতে পাবেন। 
    Compose Mail window
    Compose Mail window
  15. আমি এখানে একজনকে দুটি আই.ডি. থেকেই মেল করলাম ।
    Mailing from alias 1
    Mailing from alias 1
    Mailing from alias 2
    Mailing from alias 2
  16. তিনি মেল গুলি যেভাবে পেলেন ।
    Final receipt
    Final receipt

ভালো লাগলে বা কাজে লাগলে আমাকে জানাবেন এই পোষ্টের কমেন্টে ।।

Exit mobile version