Site icon DEO West Bengal

Upload mSBM images without investing in mobile data pack, your office WiFi is enough

Swachh Bharat Abhiyan logo

আমরা যারা mSBM Application এর মাধ্যমে টয়লেটের ছবি তোলার কাজ করছি, তাদের একটি সমস্যা প্রচন্ডভাবে দেখা দিতে পারে, সটি হল সারাক্ষণ Data Connection অন রাখা।

এটিতে টাকা এবং মোবাইলের ব্যাটারী দুই ই খরচ হচ্ছে। সত্যি বলতে কি মোবাইলে ডেটা প্যাক রিচার্জ করাটা বিষয় না, সমস্যা হল গ্রাম্য এলাকার বেশীরভাগ জায়গাতেই ঠিকঠাক 2G সিগন্যালই পৌছায় না, তাই ডেটা রিচার্জ মোটেও যুক্তিযুক্ত না।

তাই আমি আজ যে পদ্ধতি দেখাচ্ছি যাতে করে কোন রকম ডেটা প্যাক রিচার্জ না করে, শুধুমাত্র অফিসের/বাড়ির Wifi ব্যবহার করেই সব ছবি ঠিকঠাক ভাবে SBM এর পোর্টালে আপলোড করা যাবে। শুধুমাত্র নিচের ধাপগুলি অনুসরন করুন –

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখানে যে পদ্ধতি দেখানো হল, সেটি কোন Bypass Method নয়। এটা অফিসিয়াল পদ্ধতি।

[wpsm_ads2]

File Size 1.42 MB
Downloads 25

[আমি ধন্যবাদ জানাই সেই ব্যক্তিকে যিনি আমাকে বলেছিলেন, “স্পটে দাঁড়িয়ে আপলোড না করলে mSBM এর ছবি কোনভাবেই পোর্টালে আপলোড করা যাবে না।” তাঁর ঐ কথাই আমাকে অনুপ্রেরণা যোগালো এই সমস্যার সমাধান করতে। ধন্যবাদ]

এই সমস্ত জিনিসপত্র লিখতে অনেক সময় লাগে, যদি আপনার ভালো লাগে  তাহলে এই পোষ্ট টাকে অনেক পরিমাণে Like, Share, Comment করুন। এগুলিই আমাকে চলার অনুপ্রেরনা যোগাবে।

Exit mobile version