
আধার নম্বর এটা private নাকি public? আধার নম্বর গোপানীয় নাকি এটা সবাইকে জানানো যায়? কেন্দ্রীয় সরকারের চলা দুটি স্কীম MGNREGA এবং IAY অনুযায়ী দেখলে উত্তর টা দু’রকম হবে।
MGNREGA সাইট অনুযায়ী আধার নম্বর গোপনীয়, কারন রিপোর্টে আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখানো হচ্ছে না (* দেখানো হচ্ছে)।
আবার, IAY সাইটে পুরো আধার নম্বর দেখানো হচ্ছে। তার মানে আধার নম্বর গোপনীয় নয়।
তাহলে আধারের গোপনীয়তা এবং আধার ডেটাবেসে যে তথ্য রয়েছে তার অপব্যবহার যাতে না হয় সেই নিয়ে যখন এত হইচই হচ্ছে, সেখানে খোদ সরকারী ওয়েবসাইট কি করে আধার নম্বর সকলের কাছে প্রকাশ করে দিচ্ছে?
নীচের ছবি দুটিতে একই ব্যক্তির দুই সাইটের তথ্য দেওয়া হল ।


Leave a Reply Cancel reply